ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঐতিহ্যবাহী সিডিসি (চিলড্রেন ডেভেলপমেন্ট স্কুল) স্কুলের ৩৫তম বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরন গতল (২৭ ডিসেম্বর) সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক মো.সোলেমান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের সহ-প্রধান শিক্ষক সন্ধ্যা রানী সাহা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক নেপাল চন্দ্র সাহা, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি বজলুর রহমান ভূইয়া, অভিভাবক সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল আহাম্মেদ, স্কুলের সমন্বয়ক তাছলিমা আক্তার, সাবেক শিক্ষক কর্ণফূলী থানার সেনিটারী ইন্সপেক্টর মনোয়ারা বেগম।
অনুষ্ঠানে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ৪৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবক সহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।