আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান প্রতিনিধি॥ বান্দরবানের রুমায় রিজুক ঝরনার পানিতে গোসল করতে নেমে বগুড়া আজিজুল হক কলেজের বাংলা বিভাগের অধ্যাপক তৌফিক সিদ্দিকী (৪৮) নিখোঁজ হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার রুমা উপজেলার দর্শনীয় স্থান রিজুক ঝরনায় যান অধ্যাপক তৌফিক সিদ্দিকীসহ ১৭ জন পর্যটকের একটি দল। এ সময় রিজুক ঝরনার স্বচ্ছ পানিতে গোসল করতে গিয়ে অধ্যাপক তৌফিক সাঁতরে সাঙ্গু নদীতে চলে যান। এর পর থেকে আর তাঁর খোঁজ মেলেনি। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
এ ব্যাপারে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে। রিজুক ঝরনার পাশে সাঙ্গু নদীতেও খোঁজা হচ্ছে। অধ্যাপক সিদ্দিকী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার সৈয়দাবাদ গ্রামের বিশিষ্ট দানবীর ও এলাকার অহংকার এবং আওয়ামী লীগের কান্ডারী মরহুম আলহাজ্জ্ব এবি সিদ্দিক সাহেবের সুযোগ্য পুত্র। তিনি সদা হার্স্যােজ্জ্বল এবং বিনয়ী স্বভাবের ছিলেন। আমরা তাঁর ফিরে আসার অপেক্ষায় রইলাম। পরিবার এবং আত্মীয়স্বজনসহ অসংখ গুনগ্রাহী মানুষজন অধির আগ্রহে অপেক্ষারত এবং মহান খোদা তায়ালার নিকট প্রার্থনা করছেন যেন তিনি সুস্থ্য শরীরে স্বজ্ঞানে ফিরে আসেন। তাঁর ঢাকাস্থ পরিবারের সদস্যরা তাঁর সন্ধ্যান না পাওয়ায় দিশেহারা অবস্থায় এক কঠিন সময় পার করছে। আমরা সকলেই তাঁর এই নিখোঁজের কারণ উৎঘাটন এবং জীবিত ফিরে আসার অপেক্ষায় আছি।