ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (৩১ জানুয়ারি) কসবা উপজেলার ষষ্ঠধাপে ৭টি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক আইনমন্ত্রী আনিসুল হক এমপি’র ঘোষনা অনুযায়ী উপজেলার ৭টি ইউনিয়নে দলীয় প্রতীকবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদেরই জয় হয়েছে।
দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে কসবায় ৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদে বেসরকারী ফলাফল: কসবা পশ্চিম ইউনিয়নে মো. মানিক মিয়া ৩ হাজার ৮৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, বায়েক ইউনিয়নে মো.বিল্লাল হোসেন ৬ হাজার ৩৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, কায়েমপুর ইউনিয়নে ইকতিয়ার আলম রনি ১০ হাজার ৮২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, বিনাউটি ইউনিয়নে মো.বেদন খান ৬ হাজার ৬৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, মেহারী ইউনিয়নে মোশারফ হোসেন মোর্শেদ ৫ হাজার ৬০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, গোপিনাথপুর ইউনিয়নে মিজানুর রহমান ৬ হাজার ৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং বাদৈর ইউনিয়নে শিপন আহাম্মেদ ভূইয়া ৪ হাজার ৭৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।