মালয়েশিয়া থেকে মোশারফ॥ ঢাকাস্থ ব্রাক্ষণবাড়িয়া জেলা যুব কল্যাণ পরিষদ এর সভাপতি ও সাধারন সম্পাদকের মালয়েশিয়ায় আগমন উপলক্ষ্যে,গত ১২ই এপ্রিল, বুধবার সন্ধ্যায়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল টাইমস্ স্কোয়ারে, মালয়েশিয়াস্থ ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় ঢাকাস্থ ব্রাক্ষণবাড়িয়া জেলা যুব কল্যাণ পরিষদ এর সভাপতি জনাব মাসুদুর রহমান প্রধান অতিথি ও সাধারন সম্পাদক জনাব জহির উদ্দীন বাবর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন মালয়েশিয়াস্থ ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নাজমুল ইসলাম বাবুল। মালয়েশিয়াস্থ ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতির সভাপতি জনাব সাইফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক জনাব মাহবুবুর রহমান রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সহ-সভাপতি জনাব আবদুল্লাহ আল সানি। বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন সম্পাদক জনাব রায়হান রাজু, সাংগঠনিক সম্পাদক জনাব ফরহাদ হোসেন। সদস্য জনাব নোমান, বিকাশ চন্দ্র সুত্রধর, জনাব আশরাফুল ইসলাম। সভায় বক্তারা ঢাকাস্থ ব্রাক্ষনবাড়িয়া জেলা যুব কল্যাণ পরিষদ ও মালয়েশিয়াস্থ ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতি ব্রাক্ষণবাড়িয়ার সামাজিক উন্নয়নে কাজ করার ও ব্রাক্ষণবাড়িয়ার ঐতিহ্যকে দেশ ও বিদেশে তুলে ধরার লক্ষ্যে এক যোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মালয়েশিয়াস্থ ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতির সদস্য ও মালয়েশিয়ার ব্রাক্ষণবাড়িয়া প্রবাসীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে অনাড়ম্বর এই অনুষ্ঠানটি ঘঞঠ, ঝঅ ঃা ও প্রবাসীর দিগন্ত পত্রিকা প্রতিবেদনের জন্য ধারন করে।