প্রশান্তি ডেক্স॥ বরাবরের মত এবারও অডিও কথোপকথন ফাস হয়েছে আর এতে ফায়দা লুটার পথ বন্ধ হয়েছে তবে সরকারের সুবিধা হয়েছে এমনকি সমালোচকদের মুখ বন্ধ হয়েছে। বিগত দিনে গোপন অনৈতিক ও নেতিবাচক দিক প্রকাশিত হয়েছিল কিন্তু এবার প্রকাশ হলো ইতিবাচক দিক। এতে করে সরকারের ভাবমূর্তী উজ্জ্বল হয়েছে। সোস্যাল মিডিয়া সয়লাভ হওয়া কথোপকথন শুণে প্রশংসা এমনকি সুখ্যাতি গাওয়া ছাড়া আর কিছুই করার নেই। তবে সমালোচকেরা চেয়েছিল কিছু একটা করতে কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে মুখ থুবরে পড়েছে এবং দিশেহারা হয়ে আবোল-তাবোল বকার পথ বন্ধ করে দিয়েছে। তবে এই ধরনের গোপনীয়তা প্রকাশ্যে আনয়ন করা অন্যায় এবং যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরী। ভাল ও মন্দ এই দুটোরই কিন্তু গোপন রাখার অধিকার রয়েছে। মানুষের মৌলিক অধিকারের এবং স্বাধীনতা ভোগের ন্যায্যতা রক্ষায় প্রতিটি সংস্থা নিজ নিজ অবস্থান পরিস্কার করবে এটাই কাম্য। তবে আগামী দিনে এই ধরণের নেতিবাচক কর্মকান্ড এবং ব্যক্তি স্বাধীনতা ও অধীকার খর্ব এবং ব্যক্তিগত তথ্য গোপন রাখার অধিকার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে প্রত্যেকে উপভোগ করার স্বচ্ছ সুযোগ করে দিতে হবে।
সরকারের কাছে করজোরে নিবেদন এই যে, ব্যাক্তি স্বাধীনতা ভোগে এবং মৌলিক অধিকার প্রয়োগে আর ব্যক্তি গোপনীয়তা রক্ষায় শতভাগ সহযোগীতা নিশ্চিত করুন। এখানে দুইজন সর্বশ্রদ্ধেয় ব্যক্তি আর তিনারা দুজন হলেন মন্ত্রী এবং উপদেষ্টা। তাঁরা দুজন সরকারের উচ্চপর্যায়ে থেকে দায়িত্বরত হিসেবে জাতির সেবা করে যাচ্ছে আর এই সেবাই আমরা পুরোপুরি সহযোগীতার আশ্বাস শতভাগ দিচ্ছি। আমরা দেখেছি এবং জেনেছি সরকারও এই ব্যাপারে সতর্ক এবং তদন্ত করে ব্যবস্থা নেয়ার ঘোষনা দিয়েছেন। তবে যে কথোপকথন তা খুবই প্রাসঙ্গিক এবং একজন আরেকজনের কাছ থেকে বিভিন্ন প্রকল্প যেগুলো অগ্রাধীকার ভিত্তিতে হওয়া প্রয়োজন সেই বিষয়েই আলোচনা এবং খোজ খবর নেয়া; আর তাদের আলোচনায় ছিল ওয়াকেবহাল বা স্পষ্ট হওয়ার এমনকি নিশ্চিত হওয়ার বিষয়। এইগুলোই প্রয়োজন এবং এভাবেই চললে আগামীর উন্নতির স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত থাকবে। তাই এই বিষয়গুলো চলমান থাকুক যাতে করে আগামীর অগ্রগামী তরান্বীতকরণে সময়োউপযোগী হওয়া দৃশ্যমান থাকুক। ইনফো সরকার এবং এটুআই হলো সরকারের অগ্রাধীকার প্রকল্প এবং এইগুলো চালূ আছে বিধায় ডিজিটাল বাংলাদেশের ফল ভোগ করছে জাতি। তাই সবাইকে স্বাগতম ইতিবাচক সমালোচনা এবং কর্মকান্ডের ভুল-ত্রুটি তুলে ধরার জন্য তবে নেতিবাচক মনোভাব পরিহারে করজোরে মিনতি ও অনুরোধ রাখছি। আগামীর কল্যাণে কাজ করুন এবং আমাদের শ্রদ্ধা ও ভালবাসা আর সহযোগীতা এমনকি ১০০শতভাগ সমর্থন অব্যাহত থাকার নিশ্চয়তা প্রকাশ করে আগামীর নতুন কোন বিষয়ে আবতারনার অপেক্ষারত রইলাম।