ভজন শঙ্কর আচার্য্য কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে একটি অপ্রচলিত ফসল ‘গ্যান্ডারীআখ’। ঝুঁকিকম, লাভ বেশি এ কারনে অন্য ফসল চাষ ছেড়ে প্রতিবছরই বিপুল পরিমান কৃষক ঝুঁকছেন এই চাষে।
এমনই একজন কৃষক কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের মো: রোফন মিয়া; তিনি ৪৫ শতক জমিতে আখ চাষ করে সফলতা পেয়েছেন| তার সফলতা দেখে অন্যান্য এলাকার আখ চাষীরা শুরু করেছেন ‘গ্যান্ডারী আখ’র চাষ। ইতিমধ্যেই তারা অনেক লাভবান হয়েছেন। বাজারে চাহিদা থাকায় ক্ষেত থেকেই গ্যান্ডারী আখ সহজে বিক্রি করতে পারছেন কৃষকরা।
ঝুঁকি একদমই নেই, লাভ বেশি এ গল্পশুনেই জমিতে শুরু করেছেন গ্যান্ডারি আখের চাষ। শুধু রোফ নয় লাভজনক এ আখ চাষে ঝুকছেন কসবার অনেক কৃষকরা। পাচ্ছেন সফলতা। গ্যান্ডারি আখের ক্ষেত দেখতেও নান্দনিক। বিঘা প্রতি লাঠির মতো প্রায় ৮ হাজার পিস আঁখ হয়।
পাইকাররা ৪০ টাকা পিস কিনে নিয়ে যায় ক্ষেত থেকেই। একবার আখ লাগালে তিন বছর ফলন পাওয়া যায়, গোড়া থেকে আখ কেটে নিলে আবার জন্মায় আখ। প্রতি বিঘা জমিতে বছরেই দুই থেকে আড়াই লাখ টাকা লাভ পাচ্ছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে কসবা উপজেলায় এবার ১৫ হেক্টর ‘ জমিতে গ্যান্ডারী আখ চাষ হয়েছে। কৃষকদের আর্থ-সামাজিক অবস্থা বদলে দেয়ার মতো ফসল গ্যান্ডারি আখ।