ভজন শংকর আচার্য্য , কসবা (ব্রাহ্মণবাডিয়া) প্রতিনিধি॥ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কে আইন মন্ত্রী আনিসুল হক বলেন কসবায় রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুকে জাতীর পিতা স্বীকার করে রাজনীতি করতে হবে।
গত (৩০ আগস্ট) বুধবার বিকেলে কসবা পৌর মুক্তমন্চ প্রাঙ্গনে উপজেলা যুবলীগ আয়োজিত জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষনে তিনি এ কথা বলেন ভাষনে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই।১৯৪৮ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত তিনি এদেশের মানুষের প্রতিটি আন্দোলনে অগ্রনী ভুমিকা পালন করেছেন
রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুকে জাতীর পিতা স্বীকার করে রাজনীতি করতে হবে।
যুবলীগ সভাপতি আবদুল আজিজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, সাবেক উপজেলার চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক কাজী আজহারুল ইসলাম, কসবা পৌরসভার সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন , মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী প্রমুখ।