ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধ পরিকর। আমরা বিশ্বাস করি সকলকে তাদের ধর্ম পালন করার অধিকার এবং সুবিধা দেওয়া সরকারের কাজ। আমরা সেভাবেই সুবিধা এবং অধিকার দিয়ে আসছি এবং দিয়ে আসবো। সোমবার দুপুরে কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে দুর্গাপূজা মন্ডব পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দুর্গাপূজা নির্বিঘেœ সম্পন্ন করার জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে এবং সেই বরাদ্দ ম-পগুলোতে পৌঁছে গেছে। মন্ত্রী উপজেলা কেন্দ্রীয় মন্দিরের তিনতলা ভবন নির্মানসহ পৌর কেন্দ্রীয় শ্মশান ঘাটে যাওয়ার রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।
কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান এডঃ রাশেদুল কাওসার ভূইয়া জীবন,উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম , পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানী ,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন , উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া বকুল ,সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল-সহ পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী উপজেলার বিভিন্ন পূজামন্ডব পরির্দশন করেন।