প্রশান্তি ডেক্স॥ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোনও সুখবর দিতে পারেননি চীনের রাষ্ট্রদূত। গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার জন্য সৌজন্য সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। কিন্তু এই ইস্যুতে কোনও অগ্রগতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকের পরে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের রাষ্ট্রদূত এখনও সুখবর দিতে পারেননি। তিনি আশা করেছিলেন, একটি সুখবর দেবেন কিন্তু সফল হননি। আমি তাকে প্রশ্ন করেছিলাম ‘আপনি বলেছেন সবাইকে সুখবর দেবেন’। জবাবে রাষ্ট্রদূত জানান, তার আশা ছিল সুখবর দেওয়ার কিন্তু তা এখনও পূরণ হয়নি।
এ কে আব্দুল মোমেন বলেন, ‘আজ চীনের রাষ্ট্রদূত এসেছিলেন। আমরা বললাম, আপনি এই প্রজেক্ট কতদিন ধরে নিয়েছেন কিন্তু ঝুলিয়ে রেখেছেন। এটি ভালো না। আমাদের কত আশা। উনি বলছিলেন সুখবর দেবেন। নতুন কিছু সুখবর দিতে পারেননি। এটুকু বলেছেন যে তারা এখনও রোহিঙ্গাদের নেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে। এটিই সুখবর।’
মিয়ানমারের দিক থেকে উৎসাহ অনেক কম, তারা নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত—জানিয়ে মন্ত্রী বলেন, ‘সমস্যা যেটি হয়েছে যে রোহিঙ্গারা যখন আসে তখন তারা নির্যাতনের শিকার হয়েছিল। তাদের হত্যা করা হচ্ছিল, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তখন তারা পালিয়ে আসে। কিন্তু তারা কোনও ডকুমেন্ট নিয়ে আসেনি। এখন মিয়ানমার সরকার ডকুমেন্টের ওপর খুব জোর দিচ্ছে।’
আরেকটি সমস্যা হচ্ছে যাচাই বাছাই এর সময়ে তারা পরিবারগুলোর সব সদস্যকে স্বীকৃতি দেয়নি অর্থাৎ বাবা-মা করেছে কিন্তু বাচ্চা করেনি বা স্বামী করেছে কিন্তু স্ত্রীকে করা হয়নি। আমরা বলেছি যে গেলে পুরো পরিবার যাবে বলেন—পররাষ্ট্রমন্ত্রী।