প্রধান প্রতিবেদক॥ মিথ্যা সাক্ষ্য দেওয়া আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায়। কেউ বুঝে মিথ্যা সাক্ষ্য দেয়, কেউ আবার না বুঝে মিথ্যা সাক্ষ্য দেয়। কিন্তু যারা মিথ্যা সাক্ষ্য দেয়, তাদের অনেকেই হয়তো জানেন না, এর শাস্তি কী হতে পারে। জেনে নিই, মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তির বিধান।
যদি কেউ শপথক্রমে বা আইনের প্রকাশ্যে বিধানক্রমে সত্য বিবৃতি দিতে বাধ্য হবে অথবা কোন বিষয়ে ঘোষণা দেবার আইনত বাধ্য হয়ে এমন কোন বিবৃতি দেয় যা মিথ্যা এবং যা সে হয় মিথ্যা বলে জানে বা বিশ্বাস করে বা সত্য বলে বিশ্বাস করে না সে মিথ্যা সাক্ষ্য দিয়েছে বলে অভিহিত হবে।
যদি কেউ উদ্দেশ্যমূলকভাবে কোন বিচারিক কার্যক্রমের কোন সূত্রে মিথ্যা সাক্ষ্য দেয় বা কোন বিচারিক কার্যক্রমের কোন স্তরে ব্যবহৃত হবার জন্য মিথ্যা সাক্ষ্য বানায় সেক্ষেত্রে তার বিরুদ্ধে সাত বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে। কারাদন্ড বিভিন্ন মেয়াদেরও হতে পারে। এছাড়া কারাদন্ড ও অর্থদন্ড, উভয় দন্ডেই দন্ডিত হতে পারে।
মিথ্যা সাক্ষ্য দেয়া বিরত থাকুন, নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন।