মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের শাস্তির বিধান রেখে আইন দশম সংসদেই

ডা: হাসান মাহমুদ মামুন॥ গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের শাস্তির বিধান রেখে দশম সংসদেই আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে এ কথা জানান আইনমন্ত্রী। এর আগে গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের শাস্তির জন্য আইন প্রণয়নের প্রস্তাব জাতীয় সংসদে গৃহীত হয়।
সংসদ সদস্য বেগম ফজিলাতুন্নেছা বাপ্পী আজ সংসদে এই সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করেন। উত্থাপিত প্রস্তাবটি গ্রহণের সম্মতি দিয়ে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, এটি একটি সময়োপযোগী প্রস্তাব ও সিদ্ধান্ত।  মন্ত্রী বলেন, এ সুযোগে আমি আরেকটি সুখবর দিতে চাই যে, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি অপরাধ আাইন’ নামে এ ধরনের একটি আইনের খসড়া ইতিমধ্যেই প্রণয়ন করা হয়েছে। শিগগিরই সেটি মন্ত্রিসভায় উত্থাপন করা হবে এবং বর্তমান দশম সংসদের মেয়াদকালেই আইনটি পাশ হবে।
এই সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। সাংসদেরা বিপুল করতালি দিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published.