প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ কিয়েভ বাস্তব অর্থে আলোচনার জন্য প্রস্তুত নয় উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শান্তি আলোচনার ফর্মূলা প্রত্যাখ্যান করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ল্যাভরভকে উদ্বৃত করে এ খবর জানিয়েছে রাশিয়ান বার্তা সংস্থা আরআইএ।
গত নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি ২০ সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্যে ১০ দফা প্রস্তাব রাখেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তার প্রস্তাবে রয়েছে- পরমাণু নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, বন্দি বিনিময় ও জাতিসংঘের প্রস্তাবের বাস্তবায়ন। রুশ সেনা প্রত্যাহার, পরিবেশ রক্ষা, সংঘাত নিয়ন্ত্রণ, যুদ্ধাপরাধের বিচার ও যুদ্ধ বন্ধের ঘোষণা।
এ প্রসঙ্গে আরআইএ-কে পুতিনের ঘনিষ্ঠ ল্যাভরভ বলেন, পশ্চিমা সহায়তায় পূর্ব ইউক্রেন ও ক্রিমিয়া থেকে রাশিয়াকে তাড়িয়ে দেওয়া, কিয়েভের একটি বিভ্রম ধারণা ছিল। সম্প্রতি আবারও জেলেনস্কির শান্তি আলোচনার প্রস্তাবের বিষয়টি সামনে এসেছে। এই প্রস্তাবগুলো গ্রহণ করলে মস্কোর সঙ্গে আলোচনায় বসা যেতে পারে বলে জানিয়েছে কিয়েভ।