সমগ্র দেশে বইছে শৈত্যপ্রবাহ; সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

প্রশান্তি ডেক্স॥ পৌষের মাঝামাঝি এসে পুরোদমে জেঁকে বসেছে শীত। কোনও কোনও জেলায় তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। শীতের পাশাপাশি ঘন কুয়াশায় বেলা গড়ানোর আগে দেখা মিলছে না সূর্যের। এতে নাকাল গ্রামীণ জীবন। 

পৌষের এই সময়ে শীত সবচেয়ে বেশি জেঁকে বসেছে চুয়াডাঙ্গায়। এই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। গত শুক্রবার (৩০ ডিসেম্বর) এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবারও এই জেলায় তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বেলা বাড়লেও সূর্যের দেখা নেই বললেই চলে। উত্তরীয় হিমেল হাওয়ায় কাছে কাবু হচ্ছে জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র শীতে নিম্ন আয়ের মানুষরা পড়েছেন চরম বিপাকে। টান পড়ছে আয় রোজগারে। তবে শীত নিবারণে প্রশাসন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, চুয়াডাঙ্গায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। যার ফলে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে বাতাসের আর্দ্রতা অনেক বেশি। ৯৭ ভাগ আর্দ্রতায় শীত অনুভূত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.