ভজন শংকর আর্চায, কসবা (ব্রাহ্মণবাড়যি়া) প্রতনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলার সৈয়দাবাদ সরকারি কলেজ প্রাঙ্গণে শফিকুল ইসলাম খান (মিয়া খা মাষ্টার) স্নৃতি পাঠাগারের আয়োজনে গত বুধবার (৫ জানুয়ারি) সকালে কলেজের অধ্যক্ষ আব্দুল নূরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা সংরক্ষিত আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডঃ লিয়াকত আলী খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, শফিকুল ইসলাম খান (মিয়া খা মাষ্টারের স্মৃতি পাঠাগারের উদ্যোক্তা সাখাওয়াত হোসেন খান, বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল খান বেতন, বিনাউটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল হোসেন ভূঁইয়া, সয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয় এর সাবেক ভিপি মোঃ আলমগীর হোসেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রভাষক তাজুল ইসলাম ভূঁইয়া হানিফ। পরে মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে বৃত্তি তুলে দেন অতিথিবৃন্দ। বিকেলে সৈয়দাবাদ জামিয়া সানিয়া ইউনুসিয়া মাদ্রাসার এতিম ছাত্রদেরকে কম্বল তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাখাওয়াত হোসেন খান।