ইউক্রেনে অর্থোডক্স বড় দিনে যুদ্ধবিরতির নির্দেশ পুতিনের

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের অর্থোডক্স বড় দিনে যুদ্ধবিরতি পালনের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের স্থানীয় সময় গত শুক্রবার ১২টা থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পুতিনের যুদ্ধবিরতির এই নির্দেশ নিয়ে ইউক্রেনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গত বৃহস্পতিবার রুশ অর্থোডক্স গির্জা প্রধানের যুদ্ধবিরতির আহ্বান দেশটি প্রত্যাখ্যান করেছে। ইউক্রেন এই যুদ্ধবিরতির আহ্বানকে ‘নিষ্ঠুর ফাঁদ’ হিসেবে উল্লেখ করেছে।

রুশ অর্থোডক্স গির্জার প্রধান কিরিল শুক্রবার দুপুর থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত ইউক্রেন ও রাশিয়ার প্রতি যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছিলেন। প্রাচীন জুলিয়ান বর্ষপঞ্জি অনুসারে, রাশিয়ার অর্থোডক্স গির্জা প্রতি বছরের ৭ জানুয়ারি বড় দিন উৎসব পালন করে।

Leave a Reply

Your email address will not be published.