প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ইংরেজি নতুন বছরের প্রথম দিনে দখলকৃত ডনেস্ক অঞ্চলের মাকিভকা শহরে ভয়াবহ ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলার জন্য রুশ সেনাদের মোবাইল ফোন ব্যবহারকে দায়ী করছে রাশিয়া। ওই হামলায় অন্তত ৮৯ জন রুশ সেনা নিহত হয়েছে। রুশ কর্মকর্তারা বলছেন, নিষিদ্ধ ফোন ব্যবহার করার কারণে শত্রুরা তাদের লক্ষ্যবস্তুর অবস্থান নিশ্চিত করতে পেরেছে। এই বিষয়ে একটি তদন্ত শুরু হয়েছে।
ক্ষেপণাস্ত্র হামলায় ৪০০ রুশ সেনা নিহত ও অপর ৩০০ আহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে নিহতের সংখ্যা ৮৯ জন। এটি চলমান যুদ্ধে ইউক্রেনীয় হামলায় সর্বোচ্চ হতাহতের স্বীকারোক্তি রাশিয়ার।
গত বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে রেজিমেন্টের ডেপুটি কমান্ডার লে. কর্নেল বাচুরিন রয়েছেন।
হামলার পারিপার্শ্বিকতা জানতে তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এটা স্পষ্ট হয়ে গেছে যে ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে থাকা অবস্থায় নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সেনারা ব্যাপকভাবে মোবাইল ফোনের ব্যবহার করছিল এবং সে কারণেই এ হামলা হতে পেরেছে । এ কারণে শত্রুপক্ষ (আমাদের) সামরিক সদস্যদের অবস্থান শনাক্ত করে, হামলার স্থান নির্ধারণ করতে এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পেরেছে।
এর আগে হামলায় রাশিয়ার পক্ষ থেকে ৬৩ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছিল। পরে বলা হয়, নিহত সেনার সংখ্যা ৮৯ জন। যুদ্ধে হতাহতের সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারছে না কোনও পশ্চিমা সংবাদমাধ্যম।
সূত্র: বিবিসি