ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার যারা বিরোধিতা করেছিলো তারা কখনোই বাংলাদেশের স্বাধীনতাকে গ্রহন করতে পারেনি।তারাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো।তারা বাংলাদেশকে পাকিস্তানী চেতনায় পরিচালনা করে স্বাধীনতাকে প্রশ্নোবিদ্ধ করতে চেয়েছিলো।আইনমন্ত্রী বলেন ,বঙ্গবন্ধুকে যদি হত্যা না করা হতো তাহলে অনেক আগেই বাংলাদেশ বিশ্বে মর্যাদার আসনে আসীন হতো।
তিনি আরো বলেন,জিয়াউর রহমান বঙ্গবন্ধু ,তার পরিবার ও জাতীয় চার নেতা হত্যাকান্ডে জড়িত।
বর্তমানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর চেতনা বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন।বাংলাদেশ এখন দেশের উন্নয়ন ও অগ্রগতিকে ধংস করার জন্য বিএনপি -জামাত আবারো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।তাই সকলে মান অভিমান ভুলে ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্রকে রুখে দিয়ে আগামী ২০২৩ সালে নৌকাকে বিজয়ী করার অঙ্গিকার নিতে হবে।
মন্ত্রী ২০২৩ সালের জাতীয় নির্বাচনে তাঁর নিজের জন্য সকলের নিকট দোয়া চেয়ে এখন থেকেই মাঠে কাজ করার জন্য নেতা কর্মীদের আহবান জানালেন।
গত ১০ জানুয়ারি বিকেলে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা পৌর মেয়র আওয়ামীলীগ নেতা এম.জি হাক্কানীর সভাপতিত্বে আইনমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত এসমস্ত কথা বলেন। তিনি আরো বলেন,বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করেছিলেন বলেই আমি আজ আপনাদের মন্ত্রী হয়েছি ,আপনাদের সামনে কথা বলছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন,আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক কাজী আজহার,সাবেক উপজেলা চেয়ারম্যান
বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন বকুল,কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন,যুবলীগ নেতা এম.আজিজ,উপজেলা ছাত্রলীগ আহবায়ক আফজাল হোসেন রিমন,কাজী মানিক প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন,পৌর আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম ।