ইউক্রেনজুড়ে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ জার্মানি ও যুক্তরাষ্ট্র ট্যাংক সরবরাহের ঘোষণা দেওয়ার পরদিন গত বৃহস্পতিবার সকালে (২৬ জানুয়ারি) ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় বিমান বাহিনী দাবি করেছে, রাশিয়া ৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ে।
বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত ইউক্রেনীয় টেলিভিশনকে বলেন, মুরমানস্ক বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা রুশ টিইউ-৯৫ যুদ্ধবিমান থেকে একাধিক শহরে হামলা চালানো হয়।  তিনি আরও বলেন, শত্রুদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী। এদিকে গভর্নর সের্হি বোর্জভ বলেন, কয়েকটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের পশ্চিম-মধ্য ভিন্নিতসিয়া অঞ্চলে আঘাত হানে।

কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন। আরও দুইজন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন কিয়েভের মেয়র। দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেসাতেও একই হামলা হয়েছে।

জার্মানি ও যুক্তরাষ্ট্র ইউক্রেনে উন্নতপ্রযুক্তির সামরিক ট্যাংক পাঠানোর ঘোষণার পরদিনই বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। অনেক নাটকীয়তার পর ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠাতে রাজি হয় জার্মানি। এরপরই চমকে দেওয়ার মতো ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রও। তারা জেলেনস্কির সরকারকে সহায়তায় ৩১টি শক্তিশালী ‘আব্রামস’ ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরে যেতে পরে বলে ধারণা করছেন পশ্চিমা বিশ্লেষকরা। সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published.