প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বলেছেন, ‘মুক্ত ইউক্রেন’ ছাড়া ‘মুক্ত ইউরোপ’ ভাবা যায় না। গত বৃহস্পতিবার তিনি ব্লকটির ২৭টি দেশের নেতাদের সম্মেলনে এই মন্তব্য করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইউক্রেনে রুশ আক্রমণের বর্ষপূর্তির আগে ব্রাসেলসে মিলিত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। সম্মেলনে দেওয়া ভাষণে রুশবিরোধী যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউরোপে কোনও ধূসরতা থাকা উচিত না। আমাদের পুরো মহাদেশ ইউরোপীয় গন্তব্যের জন্য উন্মুক্ত থাকা উচিত।
জেলেনস্কি বলেন, নিরাপত্তার জন্য ইউরোপের ঐক্য হলো মৌলিক বিষয়। মুক্ত ইউক্রেন ছাড়া একটি মুক্ত ইউরোপ ভাবা যায় না। তিনি আরও বলেন, ইউরোপ মুক্ত, ইউরোপ মুক্ত থাকবে এবং ইউরোপ ঐক্যবদ্ধ।
জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন একই মূল্যবোধ ধারণ করে। কিন্তু এই মূল্যবোধ ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে রুশ আগ্রাসনের কারণে। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের ঐক্য, আমাদের স্বাধীনতার একটি জিনিস প্রয়োজন। একটি জিনিস ছাড়া সবকিছু ঠুনকো হয়ে যাবে। আর তা হলো নিরাপত্তা।
তিনি বলেন, আমরা সবাই মস্কোর শাসকদের বিরুদ্ধে ইউরোপকে রক্ষা করছি। রাশিয়া চায় ইউরোপের স্বাধীনতা ধ্বংস করতে, যারা আমাদের মহাদেশে স্বৈরাচারী শাসক চয়।