ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শনিবার (১৭ সেপ্টেম্বর) বান্দরবানের রিজুক ঝরনায় সহকর্মীদের সাথে সাঁতার কাটতে গিয়ে মারা যাওয়া বগুড়া সরকারী আজিজুল হক কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তৌফিক সিদ্দিকির বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামে। তিনি অত্র উপজেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত (১৯৬৯ সালে) সৈয়দাবাদ আদর্শ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা প্রবীন আওয়ামী লীগ ব্যক্তিত্ব এবং অত্র উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব এবি সিদ্দিক সাহেবের তৃতীয় সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, গত (১৩ই সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্ধু ও সহকর্মীদের সাথে সপরিবারে ঘুরতে যান পার্বত্য এলাকা বান্দরবানে। গত ১৭ সেপ্টেম্বর যান সবাই মিলে বান্দরবানের রিজুক ঝরণায়। দুপুরের পর সবার সাথে সাঁতার কাটতে রিজুক ঝরণায় নামেন অধ্যাপক তৌফিক সিদ্দিকি। এক পর্যায়ে সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার চেষ্টা চালালেও পাওয়া যায়নি তাকে। পরে রোববার সকালে চট্রগ্রাম থেকে ডুবুরী দল এসে দীর্ঘ সময় চেষ্টার পর তাকে উদ্ধার করে। সেখান থেকে মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকায়। গতকাল সোমবার দুপুরে তাকে তার গ্রামের বাড়ী উপজেলার সৈয়দাবাদে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার পিতা অত্র এলাকার আওয়ামী লীগের নিবেদীত প্রান, প্রবাদ পুরুষ মরহুম আলহাজ্ব এবি সিদ্দিকের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুতে শোকাছন্ন গ্রামের বাড়ীতে চলছে শোকের মাতম।