ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি\ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করা না করা নিয়ে সাংবাদিকরাই এই ধুম্রজাল সৃষ্টি করছেন বলে বক্তব্য করছেন আইনমন্ত্রী আনিসুল হক। গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কসবা উপজেলার জামশেদপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বক্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন দুটি মামলায় দন্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে তার ভাই শামীম ইস্কান্দারের আবেদনের প্রেক্ষিতে মুক্তি দেওয়া হয়েছিলো। আবেদনে তিনি জানিয়েছিলেন, খালেদা জিয়ার জীবন সংকটপন্ন যে কোন সময় বিপন্ন হতে পারে। তাই তার উন্নত চিকিৎসার প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি শর্তে তার দন্ডাদেশ স্থগিত রেখে মানবিক কারণে মুক্তি দিয়েছেন। শর্ত দুটি হলো, তাকে বাসায় থেকে দেশে চিকিৎসা করতে হবে এবং বিদেশে যেতে পারবেন না। সেখানে তিনি রাজনীতি করতে পারবেন না এমন কোন কথা বলা হয়নি জামশেদপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ নাছিরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইন সচিব মোঃ গোলাম সারোয়ার, এই বিদ্যালয়ের ছাত্র আলহাজ্ব মোঃ শাহ আলম সাবেক এমপি, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, কসবা পৌর মেয়র এম জি হাক্কানি, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ আজিজ ও সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আমজাদ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা সিটি কর্পোরেশন এর নির্বাহী অফিসার ডঃ শফিকুল ইসলাম।