মহাসড়কে মাইক্রোবাসে ডাকাতি: আইফোনসহ ধৃত ইউসুফ

প্রশান্তি ডেক্স ॥ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে মহাসড়কে গাছ ফেলে মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় ইউসুফ আলী আকন্দ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ডাকাতি হওয়া একটি আইফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর ইউসুফ আলীকে আদালতে তোলা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ইউসুফ আলী আকন্দ (২৫) পলাশবাড়ী উপজেলার নুরপুর গ্রামের আব্দুল খালেক আকন্দের ছেলে।

গত বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর পবিত্র কুমার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাতে হারুন মার্কেট থেকে ডাকাত সদস্য ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি আইফোন উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার ইউসুফ আলীকে আদালতে হাজির করা হলে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। এরপর আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ডাকাতির ঘটনায় জড়িত অন্য সদস্যদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া মোবাইল মামলার বাদী শারমিন নাহার আদালতে আবেদন করে নিতে পারবেন।

এর আগে গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে রংপুর মহাসড়কের ধাপেরহাট বন্দরের একবারপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। সাত-আট জনের ডাকাতদল দুটি গাছ কেটে সড়কের ওপর ফেলে মাইক্রোবাস থামায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙে নারী-পুরুষের কাছে থাকা মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পরদিন ভুক্তভোগী শারমিন নাহার বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা করেন। বাবার দাফন সম্পন্ন করতে ঢাকা থেকে মাইক্রোবাসযোগে রংপুরের শুকুরেরহাট আতিরেরপাড়া গ্রামের বাড়িতে আসার সময় ডাকাতদের কবলে পড়েন শারমিন।

Leave a Reply

Your email address will not be published.