তিস্তার পানি সরিয়ে নেয়ার বিষয়ে ভারতকে ঢাকার চিঠি

প্রশান্তি আন্তর্জাাতিক ডেক্স॥ তিস্তার পানি ভারত অন্যদিকে সরিয়ে নিচ্ছে বলে সংবাদ মাধ্যমে যে রিপোর্ট ছাপা হয়েছে সেটির সত্যতা জানার জন্য দিল্লিতে চিঠি দিচ্ছে সরকার। এ বিষয়ে চিঠি পাঠানোর জন্য জয়েন্ট রিভার কমিশনের মেম্বারকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘে অনুষ্ঠিতব্য ওয়াটার সামিট উপলক্ষে আয়োজিত এক মাল্টিস্টেক হোল্ডার বৈঠক শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ কথা জানান। তিনি বলেন, ‘কলকাতার একটি পেপারে আসার পরে সেটার ওপর বাংলাদেশি মিডিয়া নিউজ করেছে। আমি জেআরসি মেম্বারকে বলেছি ভারতের মেম্বারকে চিঠি দেওয়ার জন্য। কারণ আমরা চাই তারা আনুষ্ঠানিকভাবে আমাদের বলুক।’

মিডিয়া রিপোর্টের ওপর কোনও কমেন্ট করবেন না জানিয়ে জাহিদ ফারুক বলেন, ‘আমরা তাদেরকে একটি চিঠি দিচ্ছি। চিঠিটার উত্তর আসলে বুঝতে পারবো সত্যি তারা পানি অন্যদিকে সরিয়ে নিচ্ছে নাকি নিচ্ছে না।’

সমঝোতার ভিত্তিতে সমাধান : ভারতের সঙ্গে অভিন্ন নদী রয়েছে ৫৪টি। এগুলোর পানি বন্টন সমস্যা সমাধান সমঝোতার ভিত্তিতে করতে হবে উল্লেখ করে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানান, ১২ বছর পর গত বছর তাদের সঙ্গে জেআরসি বৈঠক হয়েছে। সেখানে আমরা বলেছি, আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে। তিনি বলেন, ‘প্রথমে আমাকে নিশ্চিত করতে হবে ওই নদীগুলোকে বাঁচিয়ে রাখতে হলে যে পরিমাণ পানি দরকার সেটি যেন কেউ ব্যবহার না করে। এর বাড়তি পানি দুই দেশ বন্টন করতে পারে। ভারত এটিতে সম্মত হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published.