ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শুক্রবার (১৭ মার্চ) কসবা উপজেলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কেক কাটা, বিশেষ প্রার্থনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
দিবসটি পালনে বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবেশিত হয় সংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমূল এহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, বেগম উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি সঞ্জীব সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর মিয়া এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কসবা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক নেপাল চন্দ্র সাহা ও কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লায়লা লিপি। অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীগন সংগীত ও নৃত পরিবেশন করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।