প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ পারমাণবিক ক্ষমতা প্রদর্শনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইয়ার্স নিয়ে মহড়া শুরু করেছে রাশিয়া। প্রায় ১২ হাজার কিলোমিটার রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র একাধিক পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম।
গত বুধবার (২৯ মার্চ) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, ‘মহড়ায় ৩ হাজারেরও বেশি সামরিক সদস্য অংশ নেওয়ার পাশাপাশি ৩ শতাধিক সামরিক সরঞ্জাম ব্যবহৃত হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ার তিনটি অঞ্চল থেকে ইয়ারস ক্ষেপণাস্ত্র মহড়া চালানো হবে। তবে কোন তিনটি অঞ্চল, তা নির্দিষ্ট করে বলেনি তারা।
স্থলভিত্তিক ইয়ার্স ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে রুশ টপোল পদ্ধতির ক্ষেপণাস্ত্রের প্রতিস্থাপন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, অপ্রতিরোধ্য রুশ ক্ষেপণাস্ত্র হিসেবে এটিকে তৈরি করতে চান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সামরিক বিশ্লেষকরা বলছেন, ইয়ার্স ক্ষেপণাস্ত্রগুলো স্বাধীনভাবে পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং এগুলো সহজে বহনযোগ্য। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া কয়েকবার সামরিক মহড়া চালিয়েছে। কখনও এককভাবে, কখনও চীন বা দক্ষিণ আফ্রিকার সঙ্গে সম্মিলিতভাবে মহড়া চালিয়ছে মস্কো। সম্প্রতি জাপান সাগরের দিকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে রুশ নৌবাহিনী। কিছুদিন আগে বেলারুশে পারমাণবিক অস্ত্র স্থাপনের সিদ্ধান্তের কথা জানিয়েছে মস্কো।