প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ক্রিমিয়ার রুশপন্থি নেতা বলেছেন, ইউক্রেনীয় সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় প্রস্তুত রয়েছে রাশিয়ার সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কৃষ্ণ সাগরীয় উপদ্বীপকে পুনরুদ্ধারে অঙ্গীকার ঘোষণা করার একদিন পর তিনি এই মন্তব্য করলেন। গত মঙ্গলবার (১১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
ক্রিমিয়ার নেতা সের্গেই আকসিয়োনভ বলেছেন, রুশ সেনারা ক্রিমিয়াতে আধুনিক ও নিশ্চিদ্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। ইউক্রেনের সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলা করার মতো যথেষ্ট সেনাও রয়েছে।
আকসিয়োনভ আরও বলেছেন, আমরা শত্রুকে ছোট করে দেখতে পারি না। কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমরা প্রস্তুত এবং কোনও বিপর্যয় ঘটবে না।
গত সপ্তাহে প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ক্রিমিয়া ও ইউক্রেনের মূল ভূখন্ডের একটি ক্রসিংয়ের কাছে ছোট শহর মেদভেদিভকাকে সারি সারি পরিখা খনন করা হয়েছে।
২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার দখল নেয় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অঙ্গীকার করেছেন, রাশিয়ার দখলকৃত এই উপদ্বীপ পুনরুদ্ধার করা হবে। ক্রিমিয়াসহ ইউক্রেনের দখলকৃত সব ভূখন্ড থেকে রুশ সেনাদের প্রত্যাহারের পরই কেবল মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় বসবেন তিনি।
ক্রিমিয়াকে রুশ ভূখন্ড হিসেবে স্বীকৃতি দেয়নি অনেক দেশ। রাশিয়া দাবি করেছে, রুশ সেনারা উপদ্বীপটি দখলের পর গণভোট আয়োজন করা হয়েছে। এতে ক্রিমিয়ার মানুষেরা সত্যিকার অর্থে রাশিয়ার অংশ হওয়ার পক্ষে রায় দিয়েছে। এই গণভোটকেও স্বীকৃতি দেয়নি পশ্চিমারা।