একটি ট্যাংক ও রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজ

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ সোভিয়েত আমলের মাত্র একটি ট্যাংক নিয়ে মস্কোর রেড স্কয়ারে বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ আয়োজন করেছে রাশিয়া। গত মঙ্গলবার রাশিয়ার রাজধানীতে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারিত ভিডিও পর্যালোচনা করে মার্কিন সাময়িকী নিউজউইক এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে জয় উদযাপনে প্রতি বছর ৯ মে মস্কোর রেড স্কয়ারে সামরিক কুচকাওয়াজ আয়োজন করে রাশিয়া। এই আয়োজনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিতদের উদ্দেশে ভাষণ দেন। সাধারণত দিনটিতে রাশিয়ার সামরিক শক্তি প্রদর্শন করা হয়।

প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ১৪ মাস পার হলেও এখনও কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারেনি রুশ সেনাবাহিনী। এমন অবস্থায় এবারের সামরিক কুচকাওয়াজ ছিল আকারে আগের তুলনায় ছোট। এতে একাধিক বিভিন্ন সামরিক যান থাকলেও ট্যাংকের সংখ্যা ছিল মাত্র একটি। সেই ট্যাংকটি ছিল সোভিয়েত আমলের টি-৩৪। ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়া যে ট্যাংক ও ট্যাংকের ক্রু সংকটে আছে বলে পশ্চিমা সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, কুচকাওয়াজে একটি ট্যাংকের উপস্থিতি সেই খবর সঠিক বলে ইঙ্গিত দিচ্ছে। ২০২১ সালে অনেক ট্যাংক অংশ নিয়েছিল।

এবারের আয়োজনে ইয়ার্স, এস-৪০০ ও ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রেড স্কয়ারে চলাচল করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েক হাজার মানুষ। বিজয় দিবসের কুচকাওয়াজে অতীতে বিমানবাহিনীর অংশগ্রহণ থাকলেও এবার তা বাদ দেওয়া হয়েছে।

অবশ্য গত বছরও বিজয় দিবসের কুচকাওয়াজের আয়োজন ছিল ছোট আকারে। ইউক্রেনে আক্রমণের মাত্র দুই মাসের মাথায় সেবার দিবসটি উদযাপন করেছিল রাশিয়া।

এক পূর্ব ইউরোপীয় বিশেষজ্ঞ সের্গেই সুমলেনি বলেছেন, এই কুচকাওয়াজ খুব ছোট আকারের, এটিই এটির তাৎপর্য। তিনি মনে করেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে হয়ত এমন আয়োজন করেছে। তাদের আরও সামরিক সরঞ্জাম রয়েছে। মাত্র একটি ট্যাংক নিয়ে কুচকাওয়াজ আয়োজন রাশিয়ার নিজের প্রতি অবমাননা। নিশ্চিতভাবে মানুষ এটি নিয়ে কথা বলবে।

ইউক্রেনীয় পার্লামেন্টের একজন সদস্য ইন্না সুবসুন একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজ, নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করছে শীতল যুদ্ধের সময়কার একটি ট্যাংক দিয়ে? তারা নিজেদের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী দাবি করে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপদেষ্টা আন্তন গেরাশ্চেঙ্কো বলেছেন, রেড স্কয়ারে কোনও আধুনিক ট্যাংক ছিল না, এমনকি ইনফ্যান্ট্রি ভেহিক্যাল বা যুদ্ধবিমান ছিল না। রাশিয়ার ইতিহাসে সংক্ষিপ্ততম কুচকাওয়াজ, স্থায়ী ছিল দশ মিনিটের কম।

রাশিয়াজুড়ে বিজয় দিবসের আয়োজনও সীমিত ছিল। অন্তত ২৪টি শহরে সামরিক কুচকাওয়াজ বাতিল করা হয়েছে। আঞ্চলিক নেতারা বাতিলের জন্য নিরাপত্তা উদ্বেগকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।

Leave a Reply

Your email address will not be published.