জেলেনস্কির পাল্টা আক্রমণের জন্য আরও সময় প্রয়োজন

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বহুল প্রতীক্ষিত রুশবিরোধী পাল্টা আক্রমণের প্রস্তুতির জন্য ইউক্রেনের সেনাবাহিনীর আরও সময় প্রয়োজন। গত বৃহস্পতিবার বিবিসিসহ একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমরা সামনে এগোতে পারি এবং সফলও হতে পারি। কিন্তু আমরা অনেক মানুষকে হারাবো। আমার মনে হয় এটি অগ্রহণযোগ্য। ফলে আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের আরও কিছু সময় প্রয়োজন।

জেলেনস্কি বলেছেন, সেনাবাহিনীর লড়াইয়ের ইউনিট প্রস্তুত রয়েছে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী সাঁজোয়া যান এখনও পর্যাপ্ত পাওয়া যায়নি। এগুলো খুব ধীরে সরবরাহ করা হচ্ছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, শান্তি প্রতিষ্ঠান কোনও ভূমির অধিকার ছাড় দেবে না কিয়েভ। তার কথায়, সবার একেক ধরনের ধারণা রয়েছে। কিন্তু তারা ইউক্রেনকে ভূখন্ড ছাড় দিতে চাপ দিতে পারে। বিশ্বের কোনও দেশ কেন পুতিনকে নিজেদের ভূখন্ড দিতে যাবে?

ক্রেমলিনে ড্রোন হামলার ঘটনায় আবারও জেলেনস্কি ইউক্রেনের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। বলেছেন, রাশিয়া সব সময় অজুহাতের মতো কিছু খুঁজছে। তোমরা আমাদের সঙ্গে এটি করেছো, তাই আমরা তোমাদের সঙ্গে এমনটি করছি। কিন্তু এতে কাজ হচ্ছে না। এমনকি তাদের জনগণের জন্যও এটি কাজে আসছে না। এমনকি রাশিয়ার প্রচারণাকারীরাও তা বিশ্বাস করে না। কারণ এই ঘটনা খুব সাজানো বলে মনে হচ্ছে।জেলেনস্কি বলেছেন, রণক্ষেত্রে রুশ সেনাবাহিনীর গোলাবারুদের ঘাটতির প্রভাবের বিষয়ে অনুধাবন করতে শুরু করেছে ইউক্রেনীয় সেনারা। তাদের গুদামে আরও অনেক কিছু রয়েছে। কিন্তু কিছু এলাকায় প্রতিদিন গোলাবর্ষণের সংখ্যা কমিয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published.