আন্তর্জাতিক ডেক্স॥ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে লেবার দলীয় প্রার্থী হিসাবে, রুশনারা আলী, ডা. রূপা হক ও টিউলিপ রেজওয়ানা সিদ্দিক নির্বাচিত হয়েছিলেন। এবারকার নির্বাচনে তারা ৩ জন স্ব স্ব আসনে বিজয়ী হন। বাংগালী যেখানে সেখানেই তারা তাদের মেধা ও মননের স্বাক্ষর রেখে গেছেন। এই তিন কন্যা বাংগালীর গর্ব; তারা এবাই গত নির্বাচন থেকে বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তাদের উপর অর্পিত দায়িত্ব গতবারের চেয়ে আশা করি এবার আন্তরিক হয়ে পালন করবেন। বাংলার গর্ব এই তিন কন্যার প্রতি রইলো আমাদের শুভ কামনা।