প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারিতে সম্মত হয়েছেন শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭ এর নেতারা। গত শুক্রবার জাপানের হিরোশিমায় এই সম্মেলন শুরু হয়েছে। একই সঙ্গে জোটের দেশগুলোর নেতারা ইউক্রেনে মস্কোর অবৈধ, অন্যায্য ও উসকানিবিহীন যুদ্ধের বিরোধিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে নেতারা বলেছেন, এই নিষেধাজ্ঞা ও পদক্ষেপের লক্ষ্য হলো রাশিয়ার কাছে যুদ্ধের উদ্যোগকে আরও ব্যয়বহুল করে তোলা। যারা দেশটিকে সহযোগিতা করছে তাদেরকেও একই পরিণতির দিকে ঠেলে দেওয়া। যাতে করে রাশিয়া জ্বালানিকে আর কখনও অস্ত্র হিসেবে পরিণত করতে না পারে।
এতে আরও বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে রাশিয়া ব্যবহার করছে এমন পণ্যের রফতানি বন্ধ করতে আমাদের এখতিয়ারে থাকা অঞ্চলে আরও বিস্তৃত পদক্ষেপ নেওয়া হবে।
এর মধ্যে থাকবে শিল্পের মেশিন, যন্ত্রাংশ ও অন্যান্য প্রযুক্তি, যেগুলো রাশিয়া যুদ্ধের সরঞ্জাম তৈরির জন্য ব্যবহার করছে। উৎপাদন, নির্মাণ ও পরিবহন খাতকে লক্ষ্য করে এসব পদক্ষেপ নেওয়া হবে। নেতারা বলেছেন, রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্যের সর্বোচ্চ মূল্যসীমা বজায় রাখতে তারা এখনও প্রতিশ্রুতিবদ্ধ।
ইউক্রেনকে আর্থিক, মানবিক, সামরিক ও কূটনৈতিক সহযোগিতা যত দিন প্রয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন নেতারা।
বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের আমাদের সমর্থন ম্লান হবে না। বাকি বিশ্বে রাশিয়ার অবৈধ পদক্ষেপের প্রভাব হ্রাস করতে আমরা কখনও ক্লান্ত হব না।
জি-৭ হলো অর্থনীতিতে শীর্ষ শক্তিধর ৭ দেশের একটি জোট। জোটটির সদস্য রাষ্ট্রগুলো হলো যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও ইতালি। সদস্য না হলেও সম্মেলনে প্রতিনিধি পাঠায় ইউরোপীয় ইউনিয়ন। এবার আরও ৮টি দেশকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।