বাআ ॥ প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে সহায়ক হবে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন, আওয়ামী লীগের এবারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ভূমিকা রাখবে এই বাজেট। এতে ধনী-গরিব সবাই উপকৃত হবে। ফলে আগামী নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার তৈরি করবে এবারের বাজেট।
গত বৃহস্পতিবার (১ জুন) বিকালে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এতে আওয়ামী লীগের আগের ে¯্লাগান ‘ডিজিটাল বাংলাদেশ’ থেকে এক ধাপ এগিয়ে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।
নানা রকম সংকটের মধ্যেও স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১-এর স্বপ্ন দেখিয়ে বাজেট দিয়েছে টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার। দেশের ইতিহাসে ৫২তম এই বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের চলতি মেয়াদের সর্বশেষ বাজেট। প্রথমবারের মতো জাতীয় সংসদে বাজেটের ডিজিটাল উপস্থাপনা প্রদর্শন করা হয়।
বাজেটের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের নেতারা বলেছেন, প্রস্তাবিত বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি ইশতেহারের ওয়াদা বাস্তবায়নের অংশ। নতুন প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ গড়তে এই বাজেট দেওয়া হয়েছে। এতে দেশের ধনী-গরিব এবং মধ্যবিত্ত সবাই উপকৃত হবেন। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।
এবারের বাজেটকে সংকটে ঘুরে দাঁড়ানোর জনবান্ধব বাজেট অভিহিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাধারণ মানুষের কথা মাথায় রেখেই প্রণীত হয়েছে এবারের বাজেট। প্রস্তাবিত বাজেটে মানুষের কষ্ট লাঘব হবে। দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। বেশ কিছু জিনিসে দাম কমতে শুরু করেছে।
এই মুহূর্তে বিশ্ব অর্থনীতির সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, ইউরোপ-আমেরিকা, আমাদের প্রতিবেশি দেশের কি অবস্থা! এই বাজেট হচ্ছে সঙ্কট থেকে ঘুড়ে দাঁড়ানোর বাজেট। এটি শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট।
দলটির সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, জনগণের কল্যাণের কথা চিন্তা করে প্রস্তাবিত এই বাজেট পেশ করা হয়েছে। এর ফলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার তৈরি হবে। ধনী-গরিব সবাই এই বাজেটে উপকৃত হবেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর আরেক সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রস্তাবিত বাজেট ‘স্মার্ট বাংলাদেশ’গড়তে সহায়ক হবে। এটি সময়োপযোগী ও জনকল্যাণমুখী বাজেট। বিশ্ব অর্থনীতি মন্দার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক হবে এই বাজেট। এর মাধ্যমে স্মার্ট নগরায়ণ ও স্মার্ট জনগণ গড়ে উঠবে।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। এই সংকট কাটিয়ে উঠতে সহায়ক হবে এবারের প্রস্তাবিত বাজেট। ধনী-গরিব ও মধ্যবৃত্ত সাবাইকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই বাজেট ভূমিকা রাখবে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যস্ফীতির মধ্যে বাস্তবভিত্তিক ও গণমুখী বাজেট দিয়েছে সরকার। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা, বদ্বীপ পরিকল্পনার আলোকে এই বাজেট দেওয়া হয়েছে। এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ ও জনগণ আরও এক ধাপ এগিয়ে যাবে।
এদিকে, প্রস্তাবিত ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানী ঢাকায় আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের থানা ও ওয়ার্ডেও আনন্দ মিছিল এবং শোভাযাত্রার তথ্য পাওয়া গেছে।