কসবায় আগুনে পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িা) প্রতিনিধি ॥ পৌর শহরের কসবা পুরাতন বাজারে গত বুধবার (২১ জুন) বিকেলে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছে দমকল বাহিনী। ক্ষতিগ্রস্ত দাবি করছেন এতে তাদের কমপক্ষে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত মেসার্স সারোয়ার এন্ড মহিউদ্দিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ হেলাল উদ্দিন বলেন, দোকানের ভিতরে রোড সিমেন্ট মালামাল মওজুদ ছিল। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সরকার বলেন, ফায়ার সার্ভিসের গাড়িটি আরো আগে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো কম হতো তবে ধারণা করা হচ্ছে এতে ব্যবসায়ীদের প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কসবার কুটি চৌমুহনীর ফায়ার সার্ভিস এর ইউনিট লিডার আব্দুল্লাহ খালেদ বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এড, মো: রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদেরকে আইনমন্ত্রী আনিসুল হক এমপি মহোদয়ের পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা এবং ৫০ বান্ডেল ঢেউটিন দেওয়ার ঘোষনা দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল এহসান খান, কসবা পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানী, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব সরকার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.