ঈদকে সামনে রেখে কসবায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা ব্রাহ্মণবাড়িয়াা আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন  কসবার খামার মালিক ও গবাদি পশু হৃদ-পিষ্ট করন কৃষকেরা। কোরবানির ঈদ সামনে রেখে বাজার ধরতে প্রস্তুত  ১৭ হাজার ৩শত ৭৪ টি পশু। এবারের ঈদে পশুর ভালো দামের আশা করছেন খামার মালিক ও  গভাদি পশু হৃদ-পূষ্ট করন কৃষকেরা। এদিকে উপজেলা প্রাণিসম্পদ অফিস বলছে, খামারগুলোতে যাতে নিরাপদ পদ্ধতিতে গবাদি পশু মোটাতাজাকরণ করা হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।

প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে জানা যায়  কসবাতে এ বছর ২১৩৬ টি খামার রয়েছে। খামারগুলোতে কোরবানির গবাদিপশুর সংখ্যা ১৭ হাজার ৩শত ৭৪টি পশু। উপজেলায় মোট চাহিদা রয়েছে ১৬ হাজার ৪ শতর মত।  এ বছর  চাহিদার চেয়ে বেশি  রয়েছে ১ হাজার ৫শতর মত পশু। এদিকে গবাদিপশু লালন-পালন করে আর্থিকভাবে বেশি লাভবান হওয়ার জন্য কোরবানির ঈদ একটা বড় উপলক্ষ। এ উপলক্ষে খামার মালিক ও কৃষকেরা দেশি জাতের বিভিন্ন কোরবানি পশু সম্পূর্ণ প্রাকৃতিকভাবে মোটাতাজা করে এবারের ঈদের জন্য প্রস্তত করছেন। এর মধ্যে রয়েছে সিন্ধি, শাহিওয়াল ও দেশি জাতের গরু।

খামার মালিক ও গরু হৃদ-পূষ্ট করন কৃষকরা আশা করছেন, যদি সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে গবাদিপশু লালন-পালন করা হয় তাহলে দিন দিন এ খাতে কসবায় উদ্যোক্তার সংখ্যা বাড়বে।

এদিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক মাহমুদ জানান, চাহিদা অনুযায়ী এ বছর কসবাতে ১ হাজার ৫শত’র মত গরু বেশি রয়েছে। আমাদের উপজেলা থেকে অন্যান্য উপজেলাতে গরু সরবরাহ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published.