আসছে আইসিটি ক্লাব ও আইসিটি কল্যাণ তহবিল

তাজুল ইসলাম॥ ইন্ডাস্ট্রি, দেশের জন্য কাজ করতে পারার মাঝে তৃপ্তি আছে। সেই তৃপ্তি পাওয়ার কাজ করে যাচ্ছি। প্রায় ৭মাস আগে যখন বেসিসের সদস্য কল্যাণ স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করি তখন থেকেই ইচ্ছা ছিলো সদস্যদের এমন কিছু দেওয়া যা তাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগে। ব্যবসার জন্যতো অনেক কিছুই হচ্ছে, কিন্তু আইসিটি খাতে যারা আছে তাদের পারিবারিক বা ব্যক্তিগত জীবনের জন্য সংগঠন থেকে খুব বেশি হয়না বলেই মনে করি। তাই দায়িত্ব নেয়ার পর আমরা একটি বিশেষ কার্ড চালুর উদ্যোগ নেই। দীর্ঘ কয়েক মাস বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমঝোতার মাধ্যমে অবশেষে আমরা সেটি চালু করতে পেরেছি। এজন্য বেসিস সভাপতি জনাব মোস্তাফা জব্বার ভাইসহ বেসিসের কার্যনির্বাহী কমিটি, আমার স্থায়ী কমিটির সকল সদস্যবৃন্দ ও বেসিস সচিবালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।
গতকালের আনন্দঘন মুহুর্তে আমি মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক ভাইয়ের কাছে দাবি জানাই যে, বেসিস সদস্যদের জন্য একটি কল্যাণ তহবিল গঠন করা ও একটি আইসিটি ক্লাব প্রতিষ্ঠা করার জন্য । আমি আনন্দিত যে, আমার দাবির প্রেক্ষিতে সাড়া দিয়ে প্রতিমন্ত্রী জানান বেসিসের পক্ষ থেকে কল্যাণ তহবিল গঠন করা হলে তারা সরকারিভাবে সহযোগিতা করবেন। প্রথমদিকে ছোট পরিসরে হলেও সেটি আস্তে আস্তে বড় হবে। একইসাথে একটি আইসিটি ক্লাব প্রতিষ্ঠা করার বিষয়েও তিনি সম্মতি দেন। আশাকরি আমরা আইসিটি পরিবারের সদস্যরা শিগগিরই এই দুটি বাস্তবে দেখতে পাবো। বিপদে-আপদে আমাদের কাজে আসবে এই দুটি উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published.