কসবায় ১৩ জন চিকিৎসক স্থানীয় একটি অনলাইন টিভি’র ভূয়া সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ কসবায় ১৩ জন চিকিৎসক স্থানীয় একটি অনলাইন টিভি’র ভূয়া ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট ওই টিভির মালিকের বিচার প্রার্থনা করেছেন। আজ সন্ধ্যায় কসবাস্থ আলনুর স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনাস্টিক সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আল নুর স্পেশালাইড হাসপাতাল এন্ড ডায়াগানষ্টিক সেন্টারের প্রতিষ্টাতা চেয়ারম্যান ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপপরিচালক ডাঃ গোলাম মোস্তফা লিখিত বক্তব্যে জানান গত ২৭ জুন সোহেল নামে একজন রোগী পেটের ডানদিকে প্রচন্ড ব্যথা নিয়ে সেবা নিতে আসলে ডাঃ শফিউল্লাহ মুন্না আলট্টাসনোগ্রাম এর মাধ্যমে আলট্টাসনোগ্রাম করানো হয়। আলট্টাসনোগ্রাম রিপোর্টে তার কিডনিতে .০৩ এম এম মিলি পাথরের অস্বিত্ব পাওয়া যায় এবং তাকে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা নিয়ে সে ওষধ সেবন করে এবং এক সপ্তাহ পর ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পূনরায় আলট্টাসনোগ্রাম করলে তার কিডনিতে পাথরের অস্বিত্ব পাওয়া যায়নি।

ওই হাসপাতালের ১৩ জন চিকিৎসকের লিখিত ভাবে মতামত দিয়েছেন যেহেতু সোহেল ওষধ সেবন এবং অতিরিক্ত পানি পান করেছেন এতে তার কিডনিতে থাকা পাথর প্রস্রাবের সাথে বের হয়ে গেছে। এদিকে গত ৩ জুলাই ঢাকায় আলট্টাসনোগ্রামে পাথর না পাওয়ায় স্থানীয় এম এস টিভির পরিচালক সাদ্দাম হোসাইন আল নুর প্রতিষ্ঠানের নামে মিথ্যা সংবাদ প্রচার করে জনসাধারণের মাঝে ভূল ধারনা সৃষ্টি করেছেন। চিকিৎসকগন মিথ্যা সংবাদ পরিবেশনকারী এম এস টিভির পরিচালকের বিরোদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন। তারা জানিয়েছেন সাদ্দাম হোসাইন তাদের কোনো বক্তব্য না নিয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে প্রতিষ্ঠানের মর্যাদা নষ্ট করার জন্য মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন। প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক এইচ এম মামুন বলেন, ২০১৯ সালে এই বেসরকারি হাসপাতালটি প্রতিষ্ঠিত হওয়ার পর এলাকার মানুষ সহজেই কনসালট্যান্ট চিকিৎসক দ্বারা চিকিৎসা নিতে পারছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত চিকিৎসকগন হচ্ছেন, ডাঃ সাফায়েত কামাল, ডাঃ আলী আশরাফ, ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ ইসহাক বাবু, ডাঃ রাবেয়া আক্তার, ডাঃ জামান চৌধুরী, ডাঃ অসীম শমা,© ডাঃ অনিক ইসলাম. ডাঃ রাকিব বিন সিরাজ, ডাঃ আজিজ আল মান্না, ডাঃ শফিউল্লাহ মুন্না ও ডাঃ মোঃ মিসকাতুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published.