প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ সেনাবাহিনীর একটি শাখা হিসেবে দায়িত্ব পালন করার পস্তাব প্রত্যাখ্যান করেছেন ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। একটি রুশ দৈনিক পত্রিকাকে তিনি বলেছেন, মস্কোতে আলোচনায় ওয়াগনারের বেশ কয়েকজন কমান্ডার এই পরিকল্পনায় সায় দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
পুতিন বলেছেন, পস্তাবটি প্রত্যাখ্যান করেছেন ওয়াগনার প্রধান। প্রিগোজিন এই প্রস্তাবের বলেছেন তারা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন।
২৩–২৪ জুন ওয়াগনারের সশস্ত্র বিদ্রোহের পর পুতিনের সঙ্গে বাহিনীটির সিনিয়র কমান্ডারদের এই আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।
পুতিন বলেছেন, বৈঠকে প্রিগোজিনসহ অন্তত ৩৫জন ওয়াগনার কমান্ডার উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর প্রস্তাবে কর্মসংস্থানের একাধিক বিকল্প ছিল। একটি ছিল যোদ্ধারা একজন সিনিয়র ওয়াগনার কমান্ডারের অধীনে যুদ্ধে অংশগ্রহণ অব্যাহত রাখবে। আমি যখন এই প্রস্তাব দিচ্ছিলাম অনেক কমান্ডার মাথা নেড়ে সম্মতি দিচ্ছিলেন। সামনে বসা প্রিগোজিন তা দেখতে পাননি।
ভাড়াটে যোদ্ধারা লড়াইয়ের ইউনিট হিসেবে থাকবে কি না জানতে চাইলে তিনি বলেছেন, ওয়াগনারের অস্তিত্ব নেই। বেসরকারি সামরিক সংস্থার জন্য কোনও আইন নেই।
তিনি ইঙ্গিত দিয়েছেন, ওয়াগনার যোদ্ধারের কীভাবে বৈধ করা যায় তা নিয়ে পার্লামেন্টে আলোচনা হতে পারে।
২৩–২৪ জুনের বিদ্রোহ অবসানে বেলারশের প্রেসিডেন্টের মধ্যস্থতায় যে সমঝোতা হয়েছিল তা অনুসারে, যোদ্ধাদের নিয়মিত বাহিনীতে যোগ দেওয়া এবং ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে বেলারশে নির্বাসনের পাঠানোর কথা বলা হয়েছিল।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, রাশিয়ার ওয়াগনার ভাড়াটে গোষ্ঠী এখন আর ইউক্রেনে রুশ অভিযানে উল্লেখযোগ্য সামর্থ নিয়ে অংশগ্রহণ করছে না।
বেলারশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াগনার যোদ্ধারা দেশটির প্রতিরক্ষাবাহিনীর সামরিক প্রশিক্ষক হিসেবে কাজ করছে।