রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেন ক্লাস্টার বোমা ব্যবহার করছে: যুক্তরাষ্ট্র

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ইউক্রেন দেশটিতে রুশ বাহিনীর বিরুদ্ধে মার্কিন ক্লাস্টার বোমা ব্যবহার করছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ন্যাশনাল সিকিউরিটির মুখপাত্র জন কিরবি বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষামূলক অবস্থান এবং অভিযানে ‘কার্যকরভাবে’ ব্যবহার করা হচ্ছে ক্লাস্টার বোমা।

ক্লাস্টার যুদ্ধাস্ত্র হলো একটি বোমা যা বাতাসে উন্মুক্ত হয় এবং বিস্তৃত এলাকাজড়ে ছোট ছোট ‘বোমা’ ছিটিয়ে দেয়। বোমাগুলো একই সময়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করে, যেমন- ট্যাংক ও সামরিক সরঞ্জাম।

হাজার হাজার ছোট অবিস্ফোরিত বোমাগুলো তাজা অবস্থায় রয়ে যায়। নিক্ষেপের কয়েক দশক পরও এগুলো বিস্ফোরিত হয়ে মানুষকে হত্যা ও পঙ্‌গু করে দেয়। বেসামরিক নাগরিকদের হুমকির কারণে ১০০ টিরও বেশি দেশে এই বোমার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

যদিও বোমাগুলো কেবল রুশ সেনাদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হবে বলে অঙ্গীকার করেছে ইউক্রেন সরকার।

জন কিরবি বলেন, ‘ইউক্রেন বোমাগুলো কার্যকরভাবে ব্যবহার করছে। এসব বোমা রাশিয়ার প্রতিরক্ষামূলক কৌশলে প্রভাব ফেলছে।’

ইউক্রেনের গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণের সময় গোলাবারদ ফুরিয়ে গেছে বলে সতর্ক করার পর যুক্তরাষ্ট্র ক্লাস্টার বোমা পাঠানোর সিদ্ধান্ত নেয়। মার্কিন মিত্র যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড এবং স্পেন এই সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করলেও তাতে গুরুত্ব দেয়নি বাইডেন প্রশাসন। তবে সিদ্ধান্তটা যে বেশ ‘কঠিন’ ছিল তা স্বীকার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত বছর বেসামরিক এলাকাসহ ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া একই ধরনের ক্লাস্টার বোমা ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে।

বোমা পাঠানোর মার্কিন সিদ্ধান্তের প্রতিক্রিয়ার রুশ প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিন বলেছেন, তার দেশের কাছেও একই ধরনের অস্ত্র রয়েছে। প্রয়োজনে সেগুলো ব্যবহার করা হবে।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published.