মলদোভা; রুশ দূতাবাসের ৪৫ কর্মীকে বহিষ্কার করলো

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ রাশিয়ার ‘অবন্ধুসূলভ আচরণের’ জন্য রুশ দূতাবাসের ৪৫ কর্মীকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে মলদোভা। এর ফলে দূতাবাসে কর্মী সংখ্যা ২৫ জনে নেমে আসবে। মস্কোতে মলদোভার দূতাবাসেও সমান সংখ্যক কর্মী রয়েছেন। গত বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের ওপর আক্রমণের পর থেকেই মস্কোর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ করে আসছে মালদোভা।

দূতাবাসকর্মীদের বহিষ্কারের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। তারা বলেছে, এর জবাব দেওয়া হবে।

মঙ্গলবার মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালায় রাশিয়ার একটি প্রতিবেদন দেখে উদ্বিগ্ন হয়। ওই প্রতিবেদনে দেখানো হয়েছে, রুশ দূতাবাসের ছাদের ওপর নজরদারি সরঞ্জাম বসানো হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ করেছে রাশিয়ার অনুসন্ধানী ওয়েবসাইট ইনসাইডার ও মলদোভার জার্নাল টিভি।

গত বুধবার বহিষ্কারের ঘোষণা দিয়ে মন্ত্রণালয় বলেছে, চলমান উত্তেজনা এবং অবন্ধুত্বপূর্ণ কর্মকান্ডে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ আগস্টের মধ্যে তাদের চলে যেতে হবে।

মলদোভার পররাষ্ট্রমন্ত্রী নিকু পোপেস্কু বলেছেন, অনেক বছর ধরে আমরা রাশিয়ার অপকর্মের স্বীকার হয়েছি। যার সবগুলোই দূতাবাসের মাধ্যমে হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published.