উখিয়া ক্যাম্পে ছুরিকাঘাতে আরসার সাবেক সদস্য নিহত

প্রশান্তি ডেক্স ॥ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মুফতি মো. জামাল নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, এ হত্যাকান্ডের সঙ্গে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা জড়িত।

আমর্ড পুলিশ বয়াটালিয়নের (এপিবিএন)-৮-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর জানান, গত বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে উপজেলার বালুখালীর ১১ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘সকালে ক্যাম্পে অজ্ঞাতনামা ৩-৪ জন মুফতি জামালকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তাকে পুলিশের সহায়তায় ক্যাম্প-১২ এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘মুফতি জামাল আগে আরসার সক্রিয় সদস্য ছিল। হয়তো তাদের মধ্য কোন্দলের কারণে এই হত্যাকান্ড ঘটেছে। এই ঘটনায় ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

ক্যাম্পের বাসিন্দা মো. রেদোয়ান বলেন, ‘নিহত জামাল আমার মামা হয়। দীর্ঘদিন তিনি আরসার সঙ্গে কাজ করেছিল। কিন্তু নিজের ভুল বুঝতে পেরে তাদের (আরসার) থেকে বেরিয়ে আসে। এই কারণে তারা (আরসার) তাকে হত্যা করেছে।’

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযান চলছে।’

Leave a Reply

Your email address will not be published.