শেখ হাসিনা সরকারের অধীনে কোনও নির্বাচন নয়: বামজোট

প্রশান্তি ডেক্স॥ অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে কোনও নির্বাচন নয়। তাদের কেন্দ্রীয় নেতারা ক্ষমতাসীন শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করার দৃঢ় ঘোষণা দিয়েছেন।

গত বুধবার (১৬ আগস্ট) বাসদ (মর্কিসবাদী) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই আহ্বান জানানো হয়।

গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এ তথ্য জানান। বামজোটের সভায়, অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সভায় অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে মত প্রকাশের স্বাধীনতা হরণ ও জনগণের প্রতিবাদকে দমনের উদ্দেশ্যে প্রস্তাবিত ‘সাইবার সিকিউরিটি আইন-২০২৩‘ বাতিলের দাবিতে আগামী ২০ আগস্ট বিক্ষোভ সমাবেশের ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ-এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, সিপিবির সহ-সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদ (মার্কসবাদী)-র নেতা রাশেদ শাহরিয়ার ও মানস নন্দী, বাসদ নেতা নিখিল দাস ও সমাজতান্ত্রিক পার্টির নেতা রুবেল শিকদার।

Leave a Reply

Your email address will not be published.