একতরফা নির্বাচনে অংশ নেবোনা, করতেও দেবোনা: রিজভী

প্রশান্তি ডেক্স॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবে না জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তারা বলছেন, বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করছে। যেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করে না ভোটাররা ভোট দিতে পারে না, আমরা সেই নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছি। শেখ হাসিনা একতরফা নির্বাচন করেন। সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না এবং শেখ হাসিনাকেও করতে দিবো না।’

গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পাগলা নয়ামাটি এলাকায় গুলিতে চোখ হারানো বিএনপির ফতুল্লা থানা কমিটির সভাপতি শহীদুল ইসলাম টিটুকে দেখতে এসে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, জনগণ বেছে নেবে কাকে ক্ষমতায় রাখবে, কাকে রাখবে না। আপনাদের সরানোর চেষ্টা কে করছে? জনগণ চাচ্ছে আপনারা পদত্যাগ করুন। আর একটা নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ সরকার দিন। যাতে করে জনগণ সুষ্ঠু ভোট দিতে পারে। জনগণ হচ্ছে এ দেশের মালিক। তারা কাকে রাখবে আর কাকে সরাবে এটা তো জনগণের অধিকার। এটাকে গণতন্ত্র বলে।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আপনি গণতন্ত্রের অর্থ জানেন না। আপনি যেভাবে ক্ষমতায় থাকতে চান, সেভাবে ক্ষমতায় থাকার শিকার হচ্ছে শহিদুল ইসলাম টিটু। অর্থাৎ দেশে বিরোধী দলের জন্য কোনও মাঠ থাকবে না, কথা বলার কোনও জায়গা থাকবে না। সরকার একের পর এক অন্যায় করবে, লুটপাট করবে, টাকা পাচার করবে। এটার বিরুদ্ধে কথা বলার লোক থাকবে না। মিছিল করার লোক থাকবে না, ে¯্লাগান দেওয়ার লোক থাকবে না। আর যদি কেউ থাকে তার পরিণতি হবে শহিদুল ইসলাম টিটুর মতো।’

নারায়ণয়ণগঞ্জে পুলিশের গুলিতে মারা যাওয়া শাওনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই নারায়ণগঞ্জে কিছুদিন আগে শাওন মারা গেছেন। সারা দেশে আরও অনেকে এভাবে মারা গেছেন। পুলিশের ছোড়া গুলিতে টিটুর মতা অসংখ্য যুবকের চোখ চলে গেছে। আপনি টিটুদের চোখের আলো কেড়ে নিয়েছেন। আর আপনি আলো কেড়ে নিয়ে গোটা জাতিকে অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছেন। তবে মনে রাখবেন টিটুদের ত্যাগ বৃথা যাবে না। এই ত্যাগের বিনিময়ে শেখ হাসিনা সরকারের পতন হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে। সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণ ভোটে যাবে, জনগণ যে দলকে ভোট দেবে সে দল ক্ষমতায় আসবে। জনগণই একমাত্র মালিকানা সে কাউকে সরাতে পারে কাউকে রাখতে পারে। এটা কোনও ষড়যন্ত্রের বিষয় না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুইয়া ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.