প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ রাশিয়ার মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজেন্ডার লুকাশেঙ্কো মনে করেন, ‘ইউক্রেনে চলা ভয়াবহ যুদ্ধ অনেক আগেই থামানো যেতো, যদি আলোচনায় বেলারুশকে রাখা হতো। এখনও বন্ধ করা সম্ভব, তখনও যেতো’। গত বৃহস্পতিবার বেলারুশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেল্টাকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেন ও রাশিয়া সম্পর্কিত সব বিষয়ের সঙ্গে পরিচিত তিনি। কারণ ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন।
পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। ২০২২ সালের ইউক্রেনে যুদ্ধ শুরুর আগে মস্কোকে বেলারুশে কয়েক দফা সামরিক মহাড়া চালানোর সুযোগ করে দেন তিনি। এমনকি পশ্চিমা হুমকি মোকাবিলায় বেলারুশে পারমাণবিক অস্ত্রও মোতায়েন করেছে মিনস্ক। যা নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে নিন্দার ঝড় উঠে।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনায় বেলারুশের অবশ্যই থাকা উচিত। আমরা ইউক্রেনের সীমান্তে। অবশ্যই সেখানে আমাদের স্বার্থ আছে। আমাদের অবস্থান তাদের শোনা উচিত। বেলারুশকে অবশ্যই আলোচনায় রাখা উচিত। মিনস্ক থাকলে আলোচনার ফলাফল ইতিবাচক আশার সম্ভব মনে করেন তিনি।