এসএইচডিও নামে সংগঠনের উদ্যোগে কসবায় মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহনে দিনব্যাপী মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন দি স্যোশাল এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব গুড়িয়ারুপ (এসএইচডিও) নামে একটি সামাজিক সেবামুলক সংগঠন।

গত শনিবার (১৯ আগষ্ট) বিকাল কসবা পৌর এলাকার গুড়িয়ারুপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ১৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৯০জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহন করে। প্রতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬ জন করে মেধাবী শিক্ষার্থী অংশ নেয়। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা চলে। পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের খাতা মুল্যায়ন করে তাদের মধ্য থেকে এ এবং বি ক্যাটাগরিতে সর্বোচ্চ নাম্বার অর্জনকারীদের মধ্যে পাঁচজন করে মেধাবীদের তালিকা করা হয়। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনী পর্যন্ত ছিলো এ ক্যাটাগরিতে এবং ৯ম ও ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের বি ক্যাটাগরিতে তালিকা তৈরি করা হয়। এ ছাড়া ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহন ছাড়াও গুড়িয়ারুপ গ্রামের ২০ জন শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। সব মিলিয়ে ১১০ জন মেধাবী শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংগ্রহন করে। পাশাপাশি এবছর যারা গুড়িয়ারুপ গ্রাম থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে জিপিএ-৫ অর্জন করেছে তাদেরও পুরস্কৃত করা হয়। বিকেল ৩টা থেকে শুরু হয় মেধাবীদের মাঝে পুরস্কার বিতরন ও আলোচনা অনুষ্ঠান। গুড়িয়ারুপ ঈদগাহ মাঠে পুরস্কার বিতরন অনুষ্ঠানে সংগঠনের সাধারন সম্পাদক তারেকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবরার হোসেনের সঞ্চালনায় গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর আবদুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী। উদ্বোধক ছিলেন জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবদুল আজিজ। প্রধান আলোচন ছিলেন অষ্ট্রেলিয়ায় কর্মরত গ্লোবাল বিজনেস কনসালটেন্ট ও জেড এম কনসালটেন্ট’র সিইও ড. কামাল মাহমুদ। তিনি মোবাইল ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি কাজী মোশাহেদ উল্লাহ। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা ইতালি প্রবাসী গোলাম কিবরিয়া, সহ-সভাপতি জুনায়েদ আহমেদ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বাপ্পী, অর্থ সম্পাদক রেদোয়ান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিঠু হাসানসহ সকল সদস্যগনসহ গ্রামের গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে পরীক্ষায় বিজয়ী মেধাবীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বিজয়ী ছাড়াও অংশগ্রনকারী সকল শিক্ষার্থীদেরও সান্তনা পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলার অন্যান্য সামাজিক সেবামুলক প্রতিষ্ঠান অগ্রভাগীয় সাহিত্য সংগঠন, মানুষ মানুষের জন্য সংগঠন ও সার্চ সংগঠনের নেতৃবৃন্দদেরও সামাজিক কাজে অবদান রাখায় পুরস্কৃত করা হয়। প্রতি বছরই সংগঠনের উদ্যোগে আয়োজন করা হবে এই মেধাবৃত্তি পরীক্ষা। এসময় কসবা পৌরসভা ও জেলা পরিষদের পক্ষ থেকে সংগঠনের কার্যালয়ের একটি ভবন নির্মানে সহযোগীতার আশ্বাস দেন কসবা পৌরমেয়র গোলাম হাক্কানী ও জেলা পরিষদ সদস্য আবদুল আজিজ।

Leave a Reply

Your email address will not be published.