ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (২১ আগস্ট) অগ্রভাগীও সাহিত্য সংগঠনের উদ্যোগে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের অসহায় ডিস অপারেটর মোঃ আব্দুল হান্নানের দুই ছেলে মোঃ রাফি (১২) ও মোহাম্মদ ফাহাদ (১০) বিদ্যুৎ পৃষ্টে হাত ও পা জ্বলছে গেলে ঢাকা শেখ হাসিনা বান ইউনিটে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি মোঃ আশফাতুল হোসেন ভূঁইয়া এলমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান নাজমুল আলম খান বেদন। বিশেষ অতিথি ছিলেন, কসবার প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের স্বপন, কার্যকরী সদস্য নাজমুল হক সজল অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সহ-সভাপতি মোঃ লোকমান হাকিম, সহ সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সৈয়দাবাদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সজিব রানা ।
প্রধান অতীতের বক্তব্য বিনাওটি ইউপি চেয়ারম্যান নাজমুল আলম খান বেদন বলেন অসহায় ডিশ অপারেটর মোঃ আব্দুল হান্নানের দুই পুত্র সন্তানের হাত এবং পায়ের সু চিকিৎসার জন্য মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক এমপি মহোদয়সহ এলাকার বিত্তবানদের আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্য অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি মোঃ আশফাতুল হোসেন ভূঁইয়া এলমান বলেন আমাদের সংগঠনের ১৪১তম অনুষ্ঠান হচ্ছে অসহায় আব্দুল হান্নানের দুই সন্তানের সু চিকিৎসার জন্য আর্থিক সহায়ত প্রদান। অনুষ্ঠানে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন ও মোকাদেশ ভূঁইয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।