জর্জিয়ার নির্বাচনে জালিয়াতির মামলায় নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ফল পাল্টে দিতে জালিয়াতির অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) আদালতে দায়ের করা এক নথিতে তার এই অবস্থান জানা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্পের নিজেকে নির্দোষ দাবি করার অর্থ হলো এই অভিযোগের মুখোমুখি হতে আগামী সপ্তাহে আটলান্টার ফুলটন কাউন্টিতে সশরীরে তাকে হাজির হতে হবে না।

ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিস ট্রাম্পের বিরুদ্ধে ১৩টি অপরাধের অভিযোগ এনেছেন। এগুলোর মধ্যে ২০২০ সালের নির্বাচনের পরাজয় এড়াতে কর্মকর্তাদের চাপ প্রয়োগ এবং ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়ের কংগ্রেসে অনুমোদনকে ক্ষুন্ন করতে ভুয়া ভোটারদের হাজির করার অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত তিনি চারটি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন।

গত বৃহস্পতিবার ফুলটন কাউন্টি কোর্টে দায়ের করা নথিতে ট্রাম্প বলেছেন, নিচের আমার স্বাক্ষর দ্বারা প্রমান হিসেবে, আমি আনুষ্ঠানিক অভিযোগ শোনার প্রক্রিয়া ত্যাগ করছি এবং এই মামলায় দোষী নই বলে আমি আবেদন করছি।

Leave a Reply

Your email address will not be published.