মেহারী ইউপি চেয়ারম্যানের স্বপক্ষে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার মেহারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট ষড়যন্ত্রের প্রতিবাদে ইউনিয়নের কয়েক হাজার নারী পুরুষ আজ দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ করে। তারা চেয়ারম্যানের বিরুদ্ধে তার প্রতিপক্ষদের ঝাড়ু মিছিল ও একাদিক মানববন্ধনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে শত শত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচিতে অংশ গ্রহণ করে। মেহারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফ শামসুল হকের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন; সাবেক ভারপ্রাপ্ত মেহারী ইউপি চেয়ারম্যান মো. হালিম, জুয়েল মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ডা. আমীর হামজা, আল-হেলাল ভূইয়া, যুবলীগ নেতা রাসেল, ছাত্রলীগ নেতা সোয়েব আহম্মদ, গ্রামবাসী খোকন মুন্সী, জামাল উদ্দিন, অনন্ত সুজন বশির, সানু মিয়া প্রমুখ।

চেয়ারম্যান মোশারফ হোসেন মুর্শেদ জানান; “প্রতিপক্ষ এস এম শামীম আক্তারের সাথে তার দীর্ঘ দিনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। তাছাড়া গত ইউপি নির্বাচনে সে আমার সাথে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন করে মাত্র ৮৭৯ ভোট পেয়ে পরাজিত হয়েছে। সেই থেকেই সে আমার বিরোদ্ধে একের পর এক ঘৃণ্য কর্মকান্ড ও মিথ্যা প্রচারণা চালিয়ে আসছে। এরই ধারাবহিকতায় এই চক্রটি আমার বিরোদ্ধে অপপ্রচার করছে যে, আমি নাকি ওয়ারিশ সনদসহ অন্যান্য সনদ বিতরণে অতিরিক্ত টাকা গ্রহণ করছি। এসব অভিযোগ সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।” তিনি আরো জানান, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করার জন্য শামীম ও তার সাঙ্গপাঙ্গরা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি নির্বাচিত হওয়ার পর সারা ইউনিয়নে মাইকিং করে এবং প্রচার পত্র বিলি করে জনগণকে প্রতারকদের কাছ থেকে সাবধান থাকতে অবগত করিয়েছি।

ইউনিয়ন পরিষদে নিয়োজিত খালেদ মাসুদ নামে একজন উদ্যোক্তার বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে আমি তাকে কারণ দর্শানোর নোটিশ দিই এবং তাকে অব্যাহতি দেই। সে তার অপরাধ স্বীকার করলে তাকে বরখাস্ত করি। এ নিয়ে শামীম আক্তার ও তার দলবল জল ঘোলা করছে বলে তিনি দাবী করেন।

বিভিন্ন গ্রাম থেকে আসা নারী পুরুষরা জানান মোশারফ হোসেন মুর্শেদ একজন ভালো মানুষ বলেই তাকে ইউনিয়নবাসী চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এছাড়া তিনি মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে সুনামের সাথে কাজ করে আসছেন।

প্রতিপক্ষ এস এম শামীম আক্তারের ষড়যন্ত্রমুলক কর্মকান্ডের তীব্র নিন্দা ও মিথ্যা অভিযোগকারীর বিরোদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন মেহারী ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুর্শেদ। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মেহারী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এবিষয়ে প্রতিপক্ষের এসএম শামীম আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বাবার মৃত্যুর পর পরিবারের ওয়ারিস সনদ বাবদ ১১শত টাকা দিতে হয়েছে। উদ্যোক্তার অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি চেয়ারম্যান সাহেবকে জানালেও তিনি কোনো ব্যবস্থা গ্রহন করেননি। তাই চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগ দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published.