প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশকে ‘ফ্যাসিবাদ মুক্ত’ করতে হলে গণতন্ত্র পুনরুদ্ধারের বিকল্প নেই বলে মনে করেন ১২ দলীয় জোটের নেতারা। তারা বলছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আন্দোলনের বিকল্প নেই। আজকে বর্তমান সরকারের বিদায়ের ক্ষণ গণনা শুরু হয়েছে। সামনে লাগাতার আন্দোলন আসছে। খুব শিগগিরই এই সরকার বিদায় নিতে বাধ্য হবে।’
গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক সমাবেশে জোটের নেতারা এসব কথা বলেন। ১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজউদ্দিন টিটুর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম প্রমুখ।