প্রশান্তি ডেক্স ॥ পশ্চিমবঙ্গে চলে এলো বাংলাদেশের পুজো উপহার। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পেট্রাপোল সীমান্ত দিয়ে রাজ্যে প্রথম ধাপে প্রবেশ করলো বাংলাদেশের পাঠানো ইলিশ বোঝাই ১৩টি ট্রাক। এসব ট্রাকে মোট ৪৫ টন ইলিশ মাছ এসেছে।
সম্প্রতি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল, ৩ হাজার ৯৫০ মেট্রিক টন পদ্মার ইলিশ পাঠানো হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে। ৭২টি বাণিজ্যিক সংস্থা ৪৫ মেট্রিক টন করে ইলিশ রফতানির অনুমোদন পেয়েছে। সেই ঘোষণা অনুযায়ী গত বৃহস্পতিবার এলো প্রথম দফার পদ্মার ইলিশ।
পেট্রাপোলে ক্লিয়ারিং এজেন্ট ফিরোজ মন্ডল বলেন, ‘বাংলাদেশে আরও কিছু গাড়ি যানজটে দাঁড়িয়ে আছে। ওই মাছও ভারতে আসবে। গতবারও ইলিশ মাছ পাঠিয়েছিল বাংলাদেশ সরকার। বাঙালি এই মাছ পেয়ে খুশি।’
ইলিশ বোঝাই ট্রাক নিয়ে ভারত সীমান্তে আসা বাংলাদেশের চালক মোহম্মদ নুর ইসলাম বলেন, ‘পুজোর উপহার হিসেবে বাংলাদেশ সরকার ইলিশ পাঠিয়েছে। বরিশাল থেকে পদ্মার ইলিশ আমরা নিয়ে এসেছি।’
মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে আসা ইলিশগুলোর ওজন এক থেকে দেড় কেজির মধ্যে। দাম কেজি প্রতি অন্তত দেড় হাজার রুপি।
সুকান্ত বিশ্বাস নামের এক ব্যবসায়ী বলেন, ‘আজ এখানে ৪৫ টন ইলিশ এসেছে। বাঙালিদের পরিপূর্ণভাবে ভোজ খাওয়াতে পারব। তবে মাছের দাম আগের থেকে বাড়বে। কেজি প্রতি অন্তত দেড় হাজার রুপি দাম হবে। এই মাছ হাওড়া, শিয়ালদহ, পাতিপুকুর এমনকি শিলিগুড়িও যাবে।’অশোক মন্ডল নামে অপর এক ব্যবসায়ী বলেন, ‘বাঙালির ইলিশের প্রতি টান আছে। বাংলাদেশ থেকে এই ইলিশ আসায় আমরা খুব খুশি। পুজোর আগে পুরো মাছ চলে আসবে বলে আশা করছি। এ বার থেকে নিয়মিত মাছ আসবে।’ উল্লেখ্য, ২০১২ সাল থেকে দুর্গাপূজার মৌসুমে কলকাতায় ইলিশ পাঠিয়ে আসছে বাংলাদেশ।