ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি ॥ বায়েক ইউনিয়নের নয়নপুর টু মাদলা রাস্তা কৈখলা তাহের শাহ দরবার শরীফের গেইটের সামনে পাকা রাস্তার উপরে দুটি প্লাস্টিকের বস্তায় রক্ষিত অবস্থায় দুইজন লোক অবস্থান করিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যাই আর একজন সহ ৫০ কেজি গাঁজা আটক করেছে কসবা থানা পুলিশ।
গত শুক্রবার দুপুরে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা তাহের শাহা দরবার শরীফের গেইটের সামনে থেকে আটক করা হয়।
অপরদিকে কাইমপুর ইউনিয়নের কসবা টু নয়নপুর রোডের লক্ষ্মীপুর দুলাল মিয়ার বাড়ির সামনে থেকে সিএনজি তল্লাশি চালিয়ে স্কুল ব্যাগ থেকে ৪ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন-মোহাম্মদ আশিক মিয়া, মোঃ ইলিয়াস হোসেন ও পলাতক আসামী হল মোঃ ওয়াসিম মিয়া।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দুপুরে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা তাহের শাহা দরবার শরীফের গেইটের সামনে থেকে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাজাসহ ১ জনকে আটক করা হয়। এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা হয়েছে। আমাদের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।