ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ৪ মন ভারতীয় গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। এসময় তিন চোরাকারবারী আটকসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ বাসষ্ট্যান্ড থেকে এসব গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ।
আটককৃতরা হলো কসবা উপজেলার দেলী গ্রামের মৃত খেলু মিয়ার পুত্র জিয়াউর রহমান জিয়া (৩৮) পৌর এলাকার আড়াইবাড়ী গ্রামের রাশেদ আলমের পুত্র শফিকুল ইসলাম (২৯) ও ফুলতলী গ্রামের আলমগীর মিয়ার পুত্র উজ্জল মিয়া ওরফে মহারাজ (৩৬)।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, মঙ্গলবার উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে গঁজার বড় একটি চালান পাচারের গোপন সংবাদে সৈয়দবাদ বাসষ্ট্যান্ডে ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যান চালকসহ চোরাকারবারীরা গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনজনকেই আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃতদের দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে কসবা থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে ।